মোহাম্মদ জুম্মান হোসেন, সিডনি, অস্ট্রেলিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানে বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ১৪ অক্টোবর সিডনির রকডেলস্থ পালকি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা মো: মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা ও সাবেক আহবায়ক মো: দেলোয়ার হোসেন।
বিএনপি অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদকএএনএম মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নাসিম উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক আব্দুস শামাদ শিবলু, প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি এস এম খালেদ, সাধারণ সম্পাদক মোহাইমেন খান মিশু, নিউসাউথ ওয়েলস বিএনপির সভাপতি অনুপ আন্তনী গোমেজ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাবেল হক জাবেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুমান হোসেন প্রমুখ।
লিয়াকত আলী স্বপন বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে কেউ ন্যায়বিচার আশা করে না মন্তব্য করে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, যে দেশে প্রধান বিচারপতি নিজে বিচার পাননি, সে দেশে অন্যান্য নাগরিক সুবিচার পাবেন এটা আশা করা অত্যন্ত কষ্টকর। সভাপতির বক্তব্যে মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন,আওয়ামীলীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আগামী দিনে আরেকটি একতরফা নির্বাচন করার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজানো মামলায় সাজা দিয়েছে কিন্তু রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নগ্ন প্রকাশ। আমরা এই ফরমায়েসি রায় প্রত্যাখ্যান করছি।
তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশে বিদেশে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সহ সকলের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবী আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান।