মোহাম্মদ জুমান হোসেন, সিডনি, অস্ট্রেলিয়া: মহান ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ১১ নভেম্বর সিডনিস্থ হাজীর বিরিয়ানী হাউজ ফাংশন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় মহান মুক্তিযুদ্ধের সময় এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি ও সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মো: নাসিম উদ্দিন আহম্মেদ, সহ সভাপতি মো: মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম,আব্দুস সামাদ শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, নিউ সাউথওয়েলস স্টেট বিএনপির সভাপতি অনুপ আন্তনী গোমেজ।
বিএনপি অস্ট্রেলিয়ার প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, সাংগঠনিক সম্পাদক জাবেল হক জাবেদ, নিউ সাউথওয়েল বিএনপির সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুমান হোসেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, জাহিদ আবেদিন, আব্দুল করিম, গোলাম রাব্বানী, মোহাম্মদ মানিক, পংকজ বিশ্বাস, আরিফুল ইসলাম, পারভেজ আলম, মেহেদী হাসান মেহেদী, আশরাফুল ইসলাম, মোহাম্মদ মোতাহের হোসেন, মোহাম্মদ জসিম, সালাম খান, মোহাম্মদ মঈন।
সভাপতির বক্তব্যে মো: মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের মানুষের যে রাজনীতি সেই রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন এসেছিল। এই দিনে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতাকে সুসংহত করার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশপ্রেমিক সৈনিক ও জনগণ নিয়েছিল। এদিনে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃস্থাপিত হওয়ার সুযোগ হয়েছিল। এ কারণে দিনটিকে আমরা সবসময় স্মরণ করে এসেছি, এ দিনটিতে আমরা স্বাধীনতার ঘোষক, বহুমাত্রিক রাজনৈতিক ব্যবস্থা যিনি পুনরায় প্রবর্তন করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
লিয়াকত আলী স্বপন বলেন, আওয়ামী লীগ মনে করছে আইন আদালতকে ব্যবহার করে একের পর মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির নেতৃত্ব শূন্য করবে কিন্তু বাংলাদেশের মানুষ সঠিক নির্বাচনের মাধ্যমেই প্রমান করবে বিএনপি একটি গণতান্ত্রিক জনগনের দল এবং জিয়াউর রহমানের আদর্শই আমাদের একমাত্র লক্ষ্য।
এএনএম মাসুম বলেন,আওয়ামীলীগ জনগণকে ভয় পায় বলেই দেশের বিপুল জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও বানোয়াট মামলায় সাজা দেয়া হয়েছে।