আবুল কালাম আজাদ, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ‘অস্ট্রেলিয়ান ক্লিন আপ ডে’ প্রতি বছর মার্চ মাসের প্রথম রবিবার পালিত হয়ে থাকে। এ বছর অর্থাৎ ২০২১ সালে ৭ই মার্চ বিভিন্ন সংগঠন পরিষ্কার পরিচ্ছন্ন দিবসটি যর্থাথ ভাবে পালন করেছে।
সিডনির ল্যাকান্বার ক্যান্টারবারী সিটি কমিউনিটি সেন্টারের অধীনে প্রতিবারের মত এ বৎসর ‘অস্ট্রেলিয়ান ক্লিন আপ ডে’ পালন করে ৬ মার্চ ২০২১, শনিবার সকাল ১০টায় শুরু করে ১১:৩০ মিনিটে শেষ হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন ‘এনভায়রমেন্ট@ল্যাকান্বা’ এর স্বেচ্ছাসেবীরা। ল্যাকান্বার বুলুবাড চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
স্বেচ্ছাসেবকরা ল্যাকান্বার প্রায় কিছু পয়েন্টে থেকে পলিথিন, কাগজ, সিগারেটের টুকরো, বোতল, কেন, কাঠের টুকরোসহ ইত্যাদি ময়লা উন্মুক্ত স্থান থেকে সংগ্রহ করেন।
স্বেচ্ছাসেবকরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেন, ময়লা উন্মুক্ত স্থানে না ফেলে; নির্দিষ্ট স্থানে বা বিনের মধ্যে ফেলুন। আর পরিবেশকে রক্ষা করুন।