আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া দিবসে ক্যান্টারবারী ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের অধীনে ‘অর্গানাইজেশন অফ দা ইয়ার এওয়ার্ড-২০১৯’ নির্বাচিত হয়েছে মাদার ল্যাংগুয়েজস কনসারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক (এম,এল,সি, মুভমেন্ট)। উক্ত অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলর এই এওয়ার্ড প্রদান করেন।
মাদার ল্যাংগুয়েজস কনসারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নির্মল পাল। কার্যকারী কমিটিতে রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর আজাদ আবুল কালাম, ডিরেক্টর এডমিন হোসেন মহসিন, ডিরেক্টর পাবলিকেশন আউয়াল খান, এক্সিকিউটিভ সদস্য আসমা আলম, টি লিডার (ক্যানবেরা) ড. অজয় কর, ডিরেক্টর ফাইন্যান্স তিথন পাল, এক্সিকিউটিভ সদস্য রাজ দত্ত, এক্সিকিউটিভ সদস্য দিমিত্রি লুসনিকফ, ডিরেক্টর রির্চাস আজাদুল আলম প্রমুখ।
অনুভূতির কথা জানিয়ে নির্মল পাল বলেন, একটি সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে যে কোন মানুষের মত আমিও গর্বিত যে, একটি স্থানীয় প্রশাসন কর্তৃক আমার গড়ে তোলা সংগঠন অস্ট্রেলিয়া ডে’র অর্গানাইজেশন অফ দা ইয়ার এওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছে। এটি একটি অনন্য অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মত নয়। এম,এল,সি, মুভমেন্টের মাতৃভাষা সংরক্ষণের পবিত্র বার্তা সকল ভাষাভাষীর কাছে নিরবে পৌঁছে যাচ্ছে এই মনোনয়ন তারই প্রাতিষ্ঠানিক দৃষ্টান্ত। এর মধ্য দিয়ে আমরা এ্যাসফিল্ড পার্ক থেকে এন,এস,ডব্লিউ, এসিটি এবং ফেডারেল পার্লামেন্ট হয়ে বাংলাদেশের মাধ্যমে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসের সাথে স্থায়ী সেতুবন্ধন গড়তে সমর্থ হয়েছি তারই আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জিত হয়েছে। এমএলসি মুভমেন্টের ঠিকানা সারা বিশ্বের প্রতিটি ভাষার প্রতিটি মানুষ। এই প্রাপ্তি মাতৃভাষা সংরক্ষণের মুভমেন্টেকে গতিশীল করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।