আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: ১১ জানুয়ারি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নাজমা আক্তারকে ফার্স্ট সেক্রেটারী পদ থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ সরকার। ১৭ জানুয়ারি ২০১৯ তিনি বাংলাদেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ত্যাগ করেন বলে জানা গেছে।
দূতাবাসের এই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই বদলি কার্যকর হয়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ভিসা জাল হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের তদন্তাধীন রয়েছে। তবে নাজমা আক্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রথম সচিব নাজমা আক্তার ১৮ বৎসর চাকরি জীবনে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরায় ৭ বৎসর এবং বাকী ১১ বৎসর কলেজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন । তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন এখনো জানা যায়নি।
যোগাযোগ করা হলে মুঠোফোনে এ প্রতিবেদককে নাজমা আক্তার জানান, ‘আমার বিরুদ্ধে অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। সরকারের অনুমতি পেলে আমি বিস্তারিত মিডিয়াকে বলবো।’