প্রবাস মেলা ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত সিরাজুল আলম খান শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০ মে ২০২৩, শনিবার বেলা সাড়ে ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়।
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল গণমাধ্যমকে জানান, সিরাজুল আলম খান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েও তার কোনো উন্নতি হচ্ছিল না। সঙ্গে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হামিদ টাবলুর তত্ত্বাবধানে রয়েছেন।
উল্লেখ্য, রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত সিরাজুল আলম খান একজন চির কুমার। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে বর্তমানে তিনি রাজধানীর কলাবাগানে ভাইদের সঙ্গে থাকেন। ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচনায় আসে, তার উদ্যোক্তা ছিলেন তিনি। স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন এই রাজনীতিবিদ। রাজনীতিতে সক্রিয় থাকলেও তিনি কখনও জনসম্মুখে আসতেন না এবং বক্তৃতা-বিবৃতি দিতেন না। আড়ালে থেকেই তৎপরতার জন্য তাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান তিনি।