হাসান হাফিজ
আমাকে পুড়িয়ে হয়েছো তৃপ্ত ধন্য
আবেগী স্বভাব ছিল কী তোমার বন্য
ডেকেছিলে কাছে, আহ্লাদে টালুমালু
আমি উচাটন থরোথরো আলুথালু
সংযত হতে পারিনি দহনতাপে
তুমি জিতে গেলে আমি পঙ্কিল পাপে
নাই কোনো রীতি ইঙ্গিত পরিবেশ
পোড়াও পোড়াও ইঙ্গিত পরিষেবা
বিধুর নিঃসঙ্গ, সবই ধুয়ে যাক
দূর দিগন্তে মেঘের আড়াল আমি সাতসুর
বাজিয়ে নাচিয়ে শূন্যতাখেদ করি ভরপুর
চলছে এভাবে চলতে থাকুক লুকোচুরি খেলা
ওই দিকে জোয় ঘনায় সায়াহ্ন
ফ্যাকাশে মলিন জীবনের সারাবেলা!