আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: অষ্ট্রেলিয়ার এনএসডব্লিউ এর হেলথ কেয়ার ষ্টাফদের কোভিডকালিন সময়ে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য সরকার ‘থ্যাংক ইউ মানি’ প্রদান করেছেন।
কোভিড-১৯ এ-আক্রান্ত রোগীর সাথে করোনা ফ্রন্টলাইন কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে গেছেন প্রতিটি ক্ষণ।
কোভিড যোদ্ধাদের এককালীন $৩,০০০ ডলার অর্থ প্রদান করছেন সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী, মেডিকেল অফিসার ও কিছু এজেন্সি নার্স প্রাপ্য অর্থের আওতায় অন্তর্ভুক্ত। তবে সিনিয়র এক্সিকিউটিভ সার্ভিস ও হেলথ এক্সিকিউটিভ কর্মীরা এই অর্থ পাওয়ার যোগ্য নন। যোগ্য হওয়ার জন্য, কর্মচারীদের অবশ্যই ১লা এপ্রিল ২০২২ তারিখের আগে চাকুরীতে নিযুক্ত থাকতে হবে।
স্বাস্থ্যের কর্মীরা বেতনচক্র অনুযায়ী ক্রমানয়ে ২৮ জুলাই, ৪ আগস্ট এবং ৫ আগস্টের মধ্যে উক্ত অর্থ পাচ্ছেন।