আবুল কালাম আজাদ, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি : অষ্ট্রেলিয়াতে ‘ডিমেনশিয়া কেয়ার’ সপ্তাহ ২১-২৭ সেপ্টম্বর পর্যন্ত। এই উপলক্ষ্যে শুক্রবার রাত ৮:০০টায় সিডনির ল্যাকাম্বায় স্থানীয় বনফুল রেষ্টুরেন্টে ডিমেনশিয়া কেয়ার সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। আবিদা আসওয়াদের সঞ্চালনায় সেমিনারের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মী ও মানসিক স্বাস্থ্য এডুকেটর আবুল কালাম আজাদ খোকন। তিনি বলেন- ‘২০১৬ সালের জরিপ অনুযায়ী অষ্ট্রেলিয়াতে প্রতিদিন ৩৬ জন ডিমেনশিয়ায় মারা যায়। ডিমেনশিয়া বিষয়ে সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। রোগীকে অবহেলার পরিবর্তে ভালোবাসা ও সময় দিতে হবে।’
ডিমেনশিয়া এক ধরণের রোগ যার তেমন কোনো চিকিৎসা নেই। তবে সম্মিলিত প্রচেষ্টায় ডিমেনশিয়ায় আক্রান্তদের সুস্থ্য রাখা সম্ভব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্রেনের টিস্যু শুকিয়ে যাওয়ার কারণে স্মৃতিশক্তি হ্রাস পায়। বর্তমান বিশ্বে ৫০ মিলিয়ন মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত। বয়োজ্যেষ্ঠদের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া বংশগত কারণেও এ রোগ হতে পারে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো: কাইয়ুম, ড. ফয়জুল আজীম চঞ্চল, ফয়জুন নাহার পলি, দিলারা জামান, ওহিদুজ্জামান সাগর, জয়নুল আবেদীন শ্যাম, সাহাবুদ্দিন আহমেদ ও শরিফুল ইসলাম শিবলী প্রমূখ। ডিনার শেষে সেমিনারের আয়োজক আবুল কালাম আজাদ খোকন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।