রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে:
অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (AEBA) করোনা সংকটকালীন সময়ে প্রবাসীদের জন্য সংগঠনের নানা সেবামূলক কার্যক্রম ও বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনার বিষয় সহ সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে এ মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ জুন, ২০২০ সোমবার প্যারিসের একটি হলরুমের সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আয়েবার মহাসচিব জনাব কাজী এনায়েত উল্লাহ, সহ সভাপতি ফখরুল আলম সেলিম, জনাব আহমেদ ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আল মমিন, সংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, কার্যনির্বাহী সদস্য টি এম রেজা, তাপস বড়ুয়া রিপন সহ আরো অনেকেই। এ সময় আয়েবার নেতাকর্মীরা বলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন- আয়েবা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে । করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকেই এখন পর্যন্ত সমস্যাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদেৱ সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

তাছাড়া করোনা ভাইরাসের ক্রান্তিকালীন সময়ে ফ্রান্সে অনেক প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সতাদের জন্য আয়েবার পক্ষ থেকে একটি আইসোলেশন সেন্টার খোলা হয়। তাছাড়া ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন তাদেরকে ফ্রান্সের ফিরিয়ে আনতে আয়েবার উদ্যোগে একটি বিশেষ ফ্লাইটে করে ২৪৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমান ফ্রান্সে পৌঁছান। এখনো যারা বাংলাদেশে রয়েছেন ৩ জুলাই আরেকটি বিশেষ বিমানে করে তাদেরকে ফ্রান্সে আনা হবে বলে আয়েবা নেতৃবৃন্দ জানান। আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় যে কোন সমস্যায় অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন- আয়েবা সবসময় প্রবাসীদের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে।