প্রবাস মেলা ডেস্ক: অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন না করার আহ্বান জানিয়ে জয়া লেখেন, ‘সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে একটি প্রতিবাদের প্রতীক।
পরিবেশ ও পশু-পাখির প্রতি অভিনেত্রী জয়া আহসানের ভালোবাসা বরাবরই। এসব বিষয় নিয়ে প্রায়ই জয়াকে লিখতে দেখা যায়। শুধু তাই নয়, বিভিন্ন কার্যক্রমে তাকে পথে নামতেও দেখা গেছে।
২১ মে ২০২১, শুক্রবার বিকালে নিজের ভেরিভাইড ফেসবুক পেজে পরিবেশ নিয়ে কিছু কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। দুটি ছবিও পোস্ট করেছেন জয়া। তিনি লিখেছেন, ‘যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয়৷ ‘কিন্তু কাঠুরে শিল্পী সাইমন রোর্কে গাছটির স্মৃতি ধরে রাখতে গাছটিকে না কেটে, হাতের আদলে একটি চমৎকার শিল্পরূপ দেন। যাতে এই চমৎকার শিল্পকর্মটি বিশেষ একটি অর্থ বহন করে।
অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন না করার আহ্বান জানিয়ে জয়া লেখেন, ‘সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে একটি প্রতিবাদের প্রতীক!! আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি!!’
তবে হাতের আদলে চমৎকার শিল্পরূপটি জয়া ‘সাম্প্রতিক’ সময়ের জানালেও বিবিসি জানিয়েছে, এটি ২০১১ সালের। বিবিসি তার প্রতিবেদনে জানায়, ২০১১ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পাইন গাছের একটির ঝড়ে ভেঙে পড়ে। বন বিভাগ ১২৪ বছর বয়সী গাছের অবশিষ্ট ৬৩ মিটারের অংশকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নেয়।
এর দায়িত্ব দেয়া হয় শিল্পী সিমন ওরোরকে। পরে তিনি গাছের ওপরের অংশকে একটি হাতের আকৃতি দেন। হাতটিকে দেখে মনে হয়, গাছটি শেষবারের মতো আকাশ ছুঁতে চাইছে।