প্রবাস মেলা ডেস্ক: পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য্য একসাথে উপভোগ করার জন্য ন্যূনতম ৯,৯৯০ টাকায় কক্সবাজারে আন্তর্জাতিক মানের হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ নানাবিধ সুযোগ সুবিধা ট্যুর প্যাকেজে ঘোষণা করেছে বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ।
দেশীয় পর্যটকদের বিজয় দিবস উপলক্ষে নূন্যতম খরচে কক্সবাজার ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। কক্সবাজার হলিডে প্যাকেজগুলো আগামী ১৬ ডিসেম্বর এর মধ্যে সংগ্রহ করা যাবে এবং যা আজ ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০১৮ এবং ১১ জানুয়ারি ২০১৯ থেকে ৩০ মার্চ ২০১৯ পর্যন্ত কার্যকরী থাকবে।
এছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী ও খুলনায় রয়েছে ইউএস-বাংলা হলিডেজের আকর্ষনীয় প্যাকেজ।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলিডে প্যাকেজগুলো কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে। বিজয় দিবস উপলক্ষে হলিডে প্যাকেজগুলো শুধুমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ অফিস থেকে সংগহ করা যাবে।