আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে অভিবাসীরা আর কোন অনৈতিক কাজ করে পার পাবেনা, নুতন আইন পাস হতে যাচ্ছে ।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালিতে অভিবাসীর সংখ্যা তুলনামূলক হারে বেশী। তাই যেমন খোদ ইতালিয়ানরাই বেকারত্বে ভূগছে, সেখানে এত অভিবাসীর চাপ হিমসীম খাচ্ছে এই দেশের সরকার। ইতালিতে অনেক বছর থেকেই অর্থনৈতিক মন্দাভাব চলছে সকল ক্ষেত্রেই । যার দরুন এই দেশের সরকার বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছে কিভাবে এই মন্দাভাব থেকে রেহাই পাওয়া যাবে।
অবশেষে গত কয়েক মাস থেকে পত্রপত্রিকার মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে এই নুতন আইনের ব্যপারে। নতুন এই আইনের কারণে এখন থেকে ক্রাইমের সাথে সংযুক্ত অভিবাসীদের বিপাকে পড়তে হবে, কোন রকম ছাড় দিবেনা এই দেশের সরকার। কারণ ইতোমধ্যেই যারা ইতালির নাগরিকত্ব পেয়েছেন বা পাননি, এইখানে বসবাস করছে তারা যদি ধর্ষণ বা যৌন হয়রানির মতো ভয়াবহ অপরাধগুলো করেন তবে তাদের নাগরিকত্বও বাতিল করে দেশে যেতে হতে পারে।
আগে কোন অভিবাসী এ ধরনের কোন অপরাধ করলে দীর্ঘ আইনি জটিলতার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হতো। এই নুতন আইনের ব্যাপারে সাধারণ ইতালিয়ানদের অভিমত হলো, পৃথিবীর নানান দেশ থেকে আসা অভিবাসীরা ইতালির এই অর্থনৈতিক দুর্দশার জন্য দায়ী। তারা চায় এই আইনটির যথাযথ কার্যকারিতা।