রেহানা পারভীন, বিশেষ প্রতিনিধি: দেশের জাতীয় ও মাথাপিছু আয়ের অন্যতম খাত অভিবাসী ব্যয় কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রোটিং এজেন্সীস (বায়রা। বিশেষ করে প্রবাসগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ফি বৃদ্ধি, অভ্যন্তরীণ বহির্গমন ছাড়পত্র, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিমান ভাড়া দিগুণ হওয়ার প্রতিবাদে বায়রা কার্যালয়ে ৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বায়রা নেতারা এ দাবি জানান।
মতবিনিময় সভায় বায়রা’র সভাপতি বেনজির আহমদ এমপি বলেন, দেশে বেকার সমস্যা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অভিবাসন খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আর এই অভিবাসন খাতে বিদেশে বাংলাদেশি কর্মী প্রেরণে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখছে বায়রা। কিন্তু বর্তমানে এ খাতটি নানা সমস্যায় জর্জরিত বলে তিনি জানান।
তিনি বলেন, অভিবাসন ব্যয় বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয়। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা ফি বৃদ্ধি, অভ্যন্তরীণ বহির্গমন ছাড়পত্র, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিমান ভাড়া দিগুণ করার কারণে অভিবাসন ব্যয় অনেক বেড়ে গেছে। তাছাড়া বিমানের টিকেটে সিন্ডিকেট সক্রিয় থাকার কারণে ২ মাস আগে দিগুণ বাড়া দিয়েও বিমানের টিকেট পেতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। দ্রুতই এর সমাধান না হলে গুরুত্বপূর্ণ এ খাতটি হুমকির মুখে পড়বে বলে তিনি মনে করেন।
বায়রা সভাপতি বলেন, গামকা কর্তৃক অযাচিত মেডিকেল ফি বৃদ্ধি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, বিমানের ভাড়া কমানোর জন্য ওপেন স্কাই পলিসি ঘোষণা করতে হবে যাতে যেকোন এয়ারলাইন্স বাংলাদেশে আসতে পারে এবং তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এ সমস্যা সমাধানকল্পে তিনি সংসদের আগামী অধিবেশনে এ নিয়ে বিস্তারিত কথা বলবেন এবং শিগগরই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বায়রার নেতাদের নিয়ে বসবেন বলে জানান।
মতবিনিময় সভায় বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, সিনিয়র সহ সভাপতি মো. শফিকুল আলম (ফিরোজ), সহসভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: সাজ্জাদ হোসেন, পাবলিক রিলেশন সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী খোকন, যুগ্ম মহাসচিব মো: তাজুল ইসলাম সহ বায়রার কার্যনির্বাহী কমিটির অনেক সদস্য ছাড়াও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।