এক. বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা একটুকরো রুটি-রুজির জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অর্থ জলাঞ্জলি দিয়ে, লক্ষ্যহীন গন্তব্যে বিদেশ যাত্রা করেন। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইএমও) এর তথ্যানুযায়ী, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ অভিবাসন ব্যয় হয় বাংলাদেশি শ্রমিকদের। তাদের প্রদত্ত অর্থের ৬০ ভাগ ভোগ করে দালাল ও মধ্যস্বত্বভোগীরা। হিউম্যান রাইটস ওয়াচ-এর মতে, অভিবাসী সুরক্ষায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশিরা। উদাহরণস্বরূপ-সৌদিআরবে কাজের জন্য সরকার নির্ধারিত খরচ হলো এক লাখ ৬৫ হাজার টাকা, কিন্তু বাস্তবে সেখানে ব্যয় হয় আট লাখ টাকার মত। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের যেকোন দেশে যেতে বাংলাদেশিদের কমপক্ষে সরকার নির্ধারিত খরচের চেয়ে তিন-চার গুণ বেশি অর্থ দিতে হয়।
দুই. জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র তথ্যানুযায়ী, আমাদের অভিবাসী শ্রমিকদের অর্ধেকই অদক্ষ। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের অভাবে শ্রমিকরা বিদেশ থেকে বড় অংকের অর্থ উপার্জনে ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক পরিবেশে কাজ করার জন্য যে মানের শিক্ষা, ভাষাজ্ঞান, সংস্কৃতি-বোধ, আচার-আচরণ-বিধি, অর্থজ্ঞান থাকা প্রয়োজন, তার কোনোকিছু বিবেচনা না করে শ্রমিকদের বিদেশে পাঠানো হয়।
তিন. বিএমইটি দেশের ৫০ শতাংশ অদক্ষ অভিবাসী শ্রমিককে কাগজপত্রে ‘কমদক্ষ’ বা ‘লেস স্কিলড’ হিসেবে উল্লেখ করেছে। বাকি ৫০ শতাংশের মধ্যে ১৫ শতাংশ আধা-দক্ষ (সেমিস্কিলড), ৩১ শতাংশ দক্ষ এবং মাত্র ২ দশমিক ৫ শতাংশ পেশাদার। অভিবাসন বিষয়ে কাজ করা সংশ্লিষ্টরা বলছেন, অদক্ষতার কারণে বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা মূলত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ পান। এক্ষেত্রে তাদের বেতন খুব কম হয় এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের চুক্তিপত্র সম্পাদিত হয় না। ফলে পদে পদে তারা হয়রানি ও প্রতারণার শিকার হন।
চার. সম্প্রতি প্রবাসগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ফি বৃদ্ধি, অভ্যন্তরীণ বহির্গমন ছাড়পত্র, পুলিশি ক্লিয়ারেন্স খরচ, বিমান ভাড়া দিগুণ হওয়ার ফলে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এখাতটি হুমকির মুখে পড়বে। যাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির ভিত শক্ত হচ্ছে, দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে সেই জনগুরুত্বপূর্ণ খাতটি নিয়ে টালবাহানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতি তাড়াতাড়ি অভিবাসন ব্যয় কমানো সহ দেশের অর্থনীতির অন্যতম সহায়ক এখাতটিকে জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
পরিশেষে দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।