প্রবাস মেলা ডেস্ক: অভিবাসন নিয়ে আলোচনা করার জন্য ২৮ ডিসেম্বর ২০২৩, বুধবার সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এবং হোমল্যান্ড সিকিউরিটি প্রধান আলেজান্দ্রো মায়োরকাস মেক্সিকান রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের সঙ্গে দেখা করতে মেক্সিকো গেছেন।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা পশ্চিমের অনিয়মিত অভিবাসন নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া মেক্সিকো ও আমেরিকার সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করার উপায়গুলো চিহ্নিত করেছেন দেশ দুটি।
এদিকে এই পরিকল্পনার এক দিন আগে মঙ্গলবার হাজার হাজার অভিবাসী এবং আশ্রয়প্রার্থীর একটি বিশাল দল দক্ষিণ মেক্সিকান রাজ্য চিয়াপাসার উত্তরে চলে গেছেন। আমেরিকায় ঢোকার আশায় অনেকে পায়ে হেঁটে, অনেকে ট্রেনের ছাদে করে সীমান্তের দিকে ছুটছেন।