প্রবাস মেলা ডেস্ক: প্রায় এক বছর আমেরিকাতে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমালিকা কর্মকার। তবে গেল ঈদের আগে তিনি দেশে চলে এসেছেন। এখন থেকে দেশেই নিয়মিত থাকবেন, অভিনয়েও আগের মতো নিয়মিত হবেন বলে জানা গেছে।
সে লক্ষ্যে নিজের নাট্যদল আরণ্যকের দর্শকপ্রিয় মঞ্চ নাটক ‘রাঢ়াং’এর মধ্যদিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। আগামীকাল সন্ধ্যা সাতটায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটকটির ১৮৪তম মঞ্চায়ন হবে। তমালিকার ভাষ্যমতে তিনি এখন পর্যন্ত এই নাটকের তিনটি মঞ্চায়নে থাকতে পারেননি। যথারীতি আগামীকালের মঞ্চায়নে দর্শকের সামনে শ্যামলীরূপে উপস্থিত হবে।
প্রায় একবছর আগে ‘রাঢ়াং’র জন্যই মঞ্চে উঠেছিলেন তমালিকা। তিনি বলেন, ‘রাঢ়াং’ ২০০৪ সাল থেকে নিয়মিত মঞ্চস্থ হয়ে আসছে। আমিও ছিলাম শুরু থেকেই। আজীবন থাকবো। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে আগামীকালের শোটি উপভোগ করার জন্য।
‘রাঢ়াং’ রচনা ও নির্দেশনায় আছেন মামুনুর রশীদ। এদিকে আগামী ঈদের জন্য নাটক-টেলিফিল্মেও অভিনয় করবেন বলে জানান তমালিকা কর্মকার।
উল্লেখ্য, ‘অন্য জীবন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তমালিকার যাত্রা শুরু। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রসমূহ হল এই ঘর এই সংসার, কিত্তনখোলা ও ঘেটুপুত্র কমলা। কিত্তনখোলা ছবিতে অভিনয়ের জন্য তমালিকা ২০০২ সালে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।