প্রবাস মেলা ডেস্ক: হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি গণমাধ্যমকে বলেন, ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই কল করে বললেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
তিনি আরও বলেন, আফজাল ভাই অসুস্থ হয়ে পড়ায় শ্যুট বাতিল করা হয়। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।
জানা যায়, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। দেশে ফিরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনের ওয়েব ধারাবাহিকের মধ্যে রয়েছে- লেডিজ অ্যান্ড জেন্টলমেন, রিফিউজি, কারাগার ও বোধ। এছাড়াও তিনি দুই জীবন, নতুন বউ, পালাবি কোথায়, ঢাকা অ্যাটাকসহ একাধিক সিনেমায়ও অভিনয় করেছেন।