প্রবাস মেলা ডেস্ক: বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত। বৃহস্পতিবার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাউদ আল সাবাহ উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।
জানানো হয়েছে, ১৭ জুনের মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের আইনি জটিলতা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন। নতুন ভিসা নিয়ে পুনরায় প্রবেশও করতে পারবেন কুয়েতে। নির্দিষ্ট জরিমানা পরিশোধের পর আকামা নবায়ন করে বৈধ হতে পারবেন।
তবে সময়সীমার মধ্যে বৈধ না হলে কিংবা কুয়েত ত্যাগ না করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তাদেরকে কালো তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে। এমনটি হলে, ভবিষ্যতে আর কখনোই কালো তালিকাভুক্ত ব্যক্তি কুয়েতে ঢুকতে পারবেন না।
এর আগে, ২০২০ সালেও সাধারণ ক্ষমা দেয়া হয়েছিল দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের।