প্রবাস মেলা ডেস্ক: আজ থেকে ১৪ বছর আগে এই দিনে টেলিভিশন নাটকের মাধ্যমে শোবিজে অভিষেক হয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এবার এমন দিনেই ভক্তদের দীর্ঘদিনের কৌতূহল মেটালেন তিনি। অবশেষে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবিতে অভিনয় করেছেন তিনি।
সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’
View this post on Instagram
জানা যায়, ২০২৩ সালের শুরুতেই এই চলচিত্রের শুটিং সম্পন্ন হয়। তা জানিয়ে মেহজাবীন আরও লিখেছেন, ‘‘‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’’
প্রসঙ্গত, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব সিরিজ ‘আরারাত’। অভিনেত্রীর সঙ্গে এতে জুটি বেঁধেছেন শ্যামল মাওলা। আরও রয়েছে আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে। পরিচালনা করেছেন ভিকি জাহেদ।