ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: সম্প্রতি বেলজিয়াম আওয়ামীলীগের নামে জামায়াত-বিএনপি থেকে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘৫ অক্টোবর বেলজিয়াম আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে’ বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বেলজিয়াম আ.লীগ। এ ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থেকে সংগঠনের স্বাভাবিক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান সংগঠনের নেতারা। ২৯ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সময় ৬ টায় এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানায় বেলজিয়াম আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শহিদুল হক।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সহসভাপতি নিরঞ্জন রায়, হুমায়ুন মাকসুদ হিমু, মনির হোসেন, উপদেষ্টা ড. ফারুক মির্জা, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান খান, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দফতর সম্পাদক, রাইসুল ইসলাম রাসেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান, সদস্য হাছান, সদস্য জুয়েল জিলানী ও সদস্যা দিলরুবা বেগম মিলি প্রমুখ।