প্রবাস মেলা ডেস্ক: অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী সুফিউল আনামের নতুন ভিডিও প্রকাশ করেছে সশস্ত্র জঙ্গি আল-কায়েদা। ১২ জুন ২০২৩, সোমবার জিহাদি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, ভিডিওটি গত ৩ জুন প্রকাশ করেছে আল-কায়েদা। প্রকাশিত ভিডিওতে, সুফিউল আলমকে অসুস্থ দেখা যাচ্ছিল এবং কথা আটকে যাচ্ছিল।
ভিডিওতে তিনি বলেন, ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি আরও চারজনের সঙ্গে অপহৃত হই। এখনও আল-কায়েদার হাতে আটক। এশিয়ার নাগরিক হওয়ার কারণে অবহেলার শিকার হচ্ছি।
এতে তিনি আরও বলেন, আমি জাতিসংঘ এবং আমাদের সহকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন সঠিক পন্থা অবলম্বন করে আমাকে দ্রুত মুক্তির ব্যবস্থা নেওয়া হয়। আমার পরিবারের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ঘটনা মিডিয়ার কাছে তুলে ধরে যেন চাপ সৃষ্টি করা হয়। আমি ও আমার দুই সহকর্মী খুবই অসুস্থ। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তির প্রয়োজন।
এর আগে, গত বছরের সেপ্টেম্বরে তার প্রথম ভিডিও প্রকাশ করা হয়। তখন ঝুকিপূর্ণ অবস্থায় আছেন বলে জানান তিনি।
এরও আগে, ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের এক ফিল্ড মিশন শেষে ইয়েমেনে ফিরছিলেন আনামসহ পাঁচ কর্মী। এ সময় আনামসহ আরও কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা। পরে জানা যায়, ওই ঘটনায় আল-কায়েদা জড়িত।