সাকিল আহমেদ, কোলকাতা, ভারত:
তোমার ছোট্ট দুলটার ভুল ছিল
শুধু একটি কানে পরনি
মাছ ঝোলে আজ কেটেছি সাঁতার
তিরিশ বছরের ঘরণী।
তোমার চোখ দুটো ছিল ছল ছল
অশ্রু নয়নে বাঁকা,
মলিন হৃদয় ছিল অমলিন
যেন পটে আঁকা।
ভ্যালেন্টাইন করেনি আইন
করেছ পাশ এম এ
আমাকে দিয়েছ অযুত শক্তি
ভালবাসার ফ্রেমে।
আমি কী বোকা এক রোখা
রাখিনি কেন আঁকড়ে
বুকের ভিতর খেলা করে
জ্যা পল সাঁতরে…