প্রবাস মেলা ডেস্ক: বর্তমান প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেএী শর্মী ইসলাম। এবার দেশের গন্ডি পেরিয়ে ভারতের মুম্বাই এর প্রখ্যাত কন্ঠশিল্পী অনুরাধা পারোয়াল এর গানের মডেল হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘তুমি সেই তুমি’।
এ নতুন গানটিতে প্রথমবারের মত ডুয়েট করেছেন বাংলাদেশের কন্ঠশিল্পী মলয় দস্তিদার। এ গানটিতে শর্মী ইসলামের বিপরীতে কাজ করেছে মডেল রাজ। সম্প্রতি গাজীপুরে এ গানটির শুটিং সম্পন্ন হয়েছে। এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ ছিলেন মাইনুল ইসলাম মামুন।
গানটি সম্পর্কে শর্মী বলেন; ‘ এটি বিগ বাজেটের একটি কাজ। কাজটি করে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে’।