জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: একটি নিরলস আবৃত্তির সংস্থা অনুভব। অনেক চড়াই উতড়াই অতিক্রম করে আজ ১২ বছরে পদার্পণ করল। ১ ডিসেম্বর অনুষ্ঠিত হল ‘অনুভবের হেমন্তিকা’ চিত্তরঞ্জনের ৪-এর পল্লী কমিউনিটি হলে।প্রদীপ প্রজ্জ্বলোনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন বিশিষ্ট কবি কল্পনা মিত্র, শতাব্দী মজুমদার এবং সঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী সরকার ।
বিভিন্ন স্বাদের বিভিন্ন কবির কবিতা পরিবেশন করল অনুভবের ছোট বড় ছাত্রীরা। শ্রীজাত, জয়দীপ চট্টোপাধ্যায়, অমিত চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, বিনায়ক বন্ধোপাধ্যায়, শুভ দাশগুপ্ত, সুবোধ সরকার ছাড়াও আরও অনেক কবির কবিতা পরিবেশিত হয়।
অসাধারণ শ্রুতিনাটক উপহার দিলেন ইন্দিরা বন্ধোপাধ্যায় এবং সঞ্জয় দত্ত।সকলের হাতে স্মারক তুলে দিলেন অর্চনা চক্রবর্তী। আবহ দিয়েছেন শান্তনু বন্ধোপাধ্যায়।পরিচালনায় অনুভবের কর্নধার শ্রাবণী চক্রবর্তী। ব্যাবস্থাপনায় রঞ্জিত চক্রবর্তী, মৌসুমী দাস ও রুমা দাস।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেছেন অমিত চক্রবর্তী।