প্রবাস মেলা ডেস্ক: ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে কথা বলার কী আছে। এই সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই। ১২০ কোটি টাকার সিনেমা আমাদের এখানে বানানো সম্ভব নয়। এত টাকার সিনেমা চলবে কোথায়, টাকাটা উঠবে কীভাবে? কাজেই এটা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। এছাড়া এই সিনেমায় প্রফেশনাল কোন শিল্পী নেই। ওনারা (অনন্ত-বর্ষা) সাধারণত শৌখিন শিল্পী।
নায়ক-প্রযোজক অনন্ত জলিলের শতকোটি টাকায় নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমা প্রসঙ্গে এভাবেই সংবাদমাধ্যমে বলেছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। অনন্তর সিনেমাটিতে মিশা অভিনয় করলেও পোস্টারে ছিলেন উপেক্ষিত। এমনকী ছিলেন না প্রচারণায়। অন্যদিকে, ‘পরান’ সিনেমায় অভিনয় না করলেও সিনেমাটি দেখে প্রশংসায় পঞ্চমুখ মিশা।
অনন্ত জলিল সম্পর্কে মিশা সওদাগর বলেন, তিনি মূলত একজন বড় পর্যায়ের ব্যবসায়ী। একজন সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)। তার ফ্যাক্টরিতে ১২-১৩ হাজার লোক কাজ করে। তিনি তার স্ত্রীকে নিয়ে নিজের ভালোলাগা থেকেই সিনেমা বানান। এখানে ইন্ডাস্ট্রির বিন্দুমাত্র লাভ নেই। ইন্ডাস্ট্রির লাভ ‘পরান’, ‘হাওয়া’, ‘শান’, ‘গলুই’ দিয়ে।
উল্লেখ্য, ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বরাবরের মতো এই সিনেমায়ও নিজের স্ত্রী বর্ষাকেই নায়িকা হিসেবে নিয়েছেন অনন্ত জলিল।