আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব। সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপ, সাধারণ সম্পাদক জমির হোসেন এবং প্রচার সম্পাদক মো: রাসেল আহম্মেদের সমন্বিত বিবৃতিতে এ শোক জানানো হয়। শোক বার্তায় ড. আনিসুজ্জামানের মৃত্যুতে বাঙালি জাতির এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলে উল্লেখ করা হয়। অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।