প্রবাস মেলা ডেস্ক: ধানমন্ডি রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে অবহেলিত শিশু ও ছিন্নমূল তিন শতাধিক পথশিশুদের মধ্যে জনমুক্তি সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন এর উদ্যোগে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে। ৪ মে ২০২১, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডি রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে এ খাবার বিতরণ করা হয়।
আয়োজক জনমুক্তি সংগঠনের প্রেসিডেন্ট, নাছির উদ্দীন নান্টু ও সাধারণ সম্পাদক জুবায়দা নাজনীন চৌধুরী। এসময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (রাজনৈতিক) অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন (বিপিএম বার) (পিপিএম বার) অনুষ্ঠানে উপস্থিত থেকে পথশিশুদের হাতে খাবার তুলে দেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার এসবি’র এসপি মোহাম্মদ ফজলুর রহমান সহ আরো মেজবাহ, রনি, স্বপন, সুজানা, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
জনমুক্তি সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়দা নাজনীন চৌধুরী বলেন, আগামীতেও এ ধরণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।