প্রবাস মেলা ডেস্ক: ৮ মে বুধবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবে বৃটিশ বিরোধী আন্দোলনের নেত্রী, অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদা’র ১০৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি প্রধান হিসেবে বক্তব্য রাখেন ।
সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রীতিলতার স্মৃতিচারণ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট সামসুল হক টুকু এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা
সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, এডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েন সহ সভাপতি আলহাজ্ব নওশের আলী, রোকন উদ্দিন পাঠান প্রমুখ।